দৌলতখানে প্রবাসীর স্ত্রীকে ঘর তুলতে বাধা দিচ্ছে প্রতিপক্ষ

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৭:১৮ পিএম
দৌলতখানে প্রবাসীর স্ত্রীকে ঘর তুলতে বাধা দিচ্ছে প্রতিপক্ষ

ভোলার দৌলতখানে নিজের জমিতে ঘর তুলতে  বাধা দিচ্ছে প্রতিপক্ষ। হামলা মামলার  ভয় দেখিয়ে কাজ বন্ধ রেখে ঘর থেকে বের না হওয়ার হুমকি দেয়ায় অভিযোগ রয়েছে  প্রতিবেশী ওই প্রতিপক্ষের  বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর  জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চান কাজী মালেগো বাড়িতে। বৃহস্পতিবার সরেজমিন গেলে হাসান আলি মালের ছেলে কুয়েত প্রবাসী  আলাউদ্দিনের স্ত্রী সালমা বেগম জানান, নিজের বসতবাড়ির পৈতৃক ভিডিতে পাকা ঘর নির্মাণ করতে গেলে প্রতিবেশী শাহে আলম মাতব্বর বাধা দেয়। গত ডিসেম্বর মাস থেকে ঘরের কাজ শুরু করলেও তিনি বাধা ও হুমকির মুখে  কাজ করাতে পারছেন না। এ ব্যাপারে আদালতে মামলা থাকলেও প্রতিপক্ষ শাহে আলম মাতাব্বর আইনের তোয়াক্কা না করে জোর জুলুম করে আসছেন। প্রবাসী আলাউদ্দিনের মা লাইলী বেগম জানান,  শত বছর আগের নিজের বসত বাড়িতে পাকা  ঘর নির্মাণ করতে বাধা দিচ্ছে। বৃদ্ধ বয়সে মামলা  দিয়ে আমাকে  হয়রানি করছে। শাহে আলম মাতাব্বরের সাথে ৩৭ শতাংশ জমির বিরোধে মামলা আছে।  সাড়ে নয় শতাংশ জমির উপর ঘর  নির্মাণ করার কাজে গত সাত মাস ধরে বাধা দিয়ে আসছেন প্রতিপক্ষ। পূর্বপুরুষ থেকে ভোগ দখলে ওয়ারিশ সুত্রে রেকর্ডিংও সম্পত্তির   মালিক এবং ভোগ দখলেও রয়েছেন তারা। ঘর নির্মাণে কেউ যেন বেআইনি ভাবে বাধা দিয়ে আইন-শৃঙ্খলার অবনতি না করে এ ব্যাপারে তিনি প্রশাসনের   সহায়তা চেয়েছেন। প্রতিবেশী শাহে আলম মাতব্বরকে বাড়ি পাওয়া যায়নি। ফোন নাম্বার না পাওয়াতে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে