শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতের কোন এক সময় উপজেলার পশ্চিম কলসপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত আব্দুল্লাহর স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, সুফিয়া খাতুন কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে সুফিয়াকে ঘরে দেখতে না পেয়ে ছোট ভাইয়ের স্ত্রী জায়েদা বাড়ির অন্যদের জানায়। পরে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলে সকালে বাড়ির পাশে থাকা পুকুরে ভাসমান অবস্থায় সুফিয়ার মরদেহ পাওয়া যায়।
অরপরদিকে অটোরিকশার ধাক্কায় শিশু আব্দুল্লাহ (৪) মারা গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কালাকুমা বৈশাখী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাম ওই গ্রামের মইছ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারোটার দিকে একটি দ্রুতগতির অটোরিকশা পানিহাতার দিকে যাচ্ছিল। এসময় রাস্তার পাশে থাকা শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে সে মারা যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমু বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।