ঘোড়াঘাটে সাবেক কাউন্সিলরের মৃত্যু

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ০৫:৫২ পিএম
ঘোড়াঘাটে সাবেক কাউন্সিলরের মৃত্যু

 দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের জনপ্রীয় কাউন্সিলর আতোয়ার রহমান মৃত্যুবরন করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় কবরস্থানে তার জানাজা শেষে দাফন করা হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল কাউছার মামুন শেখ,তিন বারের পৌর মেয়র আবদুস সাত্তার মিলনসহ হাজার হাজার সকল স্তরের জন-সাধারণ।  কাচামাল ব্যাবসায়ী হয়েও তিনি ছিলেন ভিষণ জনপ্রিয়।

আপনার জেলার সংবাদ পড়তে