সুন্দরবনে ১ টি ইয়ারগান সহ মালামাল উদ্ধার

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ০৬:৩১ পিএম
সুন্দরবনে ১ টি ইয়ারগান সহ মালামাল উদ্ধার

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নলিয়ান স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে ১ টি ইয়ারগান, ৩টি ওয়াকি টকি ও তার চার্জার, ৩ টি টচ লাইট সহ ২ টি নৌকা জব্দ করেছে। এ সময় ইয়ারগানের ১শ পিচ গুলি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা ব্যাক্তিরা গহীন বনে লাফ দিয়ে চলে যায়। জানা গেছে, গত বুধবার বেলা ১১ টার দিকে ভুতুমমারী চর এলাকায় অভিযান চালিয়ে এ সকল মালামাল সহ নৌকা ২ টি জব্দ করা হয়। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী বলেন, উদ্ধারকৃত মালামালের ব্যাপারে দাকোপ থানায় সাধারণ ডায়েরী করার পর উক্ত থানায় জমা দেওয়া হয়েছে। তবে জব্দকৃত মালামালা বনদস্যুেদর হতে পারে বলে তিনি ধারনা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে