নাটোরের লালপুরে ডাক্তারের বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোররা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে । লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের ডা. আনসার আলী (৭৫) এবং তার ছেলে নাটোর আধুনিক জেনারেল হাসপাতালের ডাক্তার এ.এইচ.এম. আনিসুজ্জামান পিয়াসের (৪৩) বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। প্রাণিসম্পদ চিকিৎসক ডা. আনসার আলী অসুস্থ থাকায় গত দুই সপ্তাহ ধরে নাটোর আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ের মধ্যে তাঁদের বাড়িতে কেউ ছিলেন না।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় আছে। বিভিন্ন কক্ষের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ডা. পিয়াসের মা আফরোজা খাতুন জানান, মোটরসাইকেল, এলইডি টিভি, সিসি টিভির মনিটর ও হার্ডডিক্স সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।