বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল নির্বাচনের ঘোষণাকে গ্রহণ করতে পারছে না। তারা নানা ধরনের পরিবেশ ঘোলা করার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা মনে করি এ ব্যাপারে সরকারের কঠোর হওয়া উচিক, কঠিন হওয়া উচিত। সেই সাথে লক্ষ করা যাচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে। উপদেষ্টাদের নিয়েও নানা কথা হচ্ছে। আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পরিষদ মডেল মসজিদ মিলনাতনে এ সম্মেলনে উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবীর সভািেপত্ব এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।