কুড়িগ্রামের চিলমারীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদ্যাপন ফ্রন্ট চিলমারী শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শনিবার সকালে সবুজপাড়া মন্দির থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরের সামনে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্বদেন চিলমারী উপজেলা শাখা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক তপন কুমার রায়, সদস্য ডাঃ দীনেশ চন্দ্র বর্মণ, সন্তোষ কুমার রায়, ভরত চন্দ্র দাস, ডাঃ সঞ্জয় কুমার সরকার ও জগদীস চন্দ্র বর্মন।