মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৪:১০ পিএম
মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও সভা

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী এবং তাঁর শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন আল রশিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল মুন্সি, উপজেলা যুবদল আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ও দেশের প্রতি অবদান তুলে ধরেন।

পরে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মঞ্জুরুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে