সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটি(ইউএসএ) ইনক-এর কমিটি গঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৭:১১ পিএম
সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটি(ইউএসএ) ইনক-এর কমিটি গঠিত

আমেরিকাস্থ নোয়াখালীর সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ( ইউএসএ) ইনক-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার আমেরিকার সানকিম মেডো স্টেট পার্কে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃতি সন্তান, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালনকারী এএসএম মাঈন উদ্দিন বাবলু। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় সেনবাগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে