দিনাজপুরের ফুলবাড়ীতে শোভাযাত্রাসহ মন্দির ও বাসগৃহে ভগবন শ্রীকৃষ্ণের পূজা ও আরাধনার মাধ্যমে আজ শনিবার (১৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সকাল ১১টায় শ্রী শ্রী শিব মন্দির থেকে ঢাক, ঢোল, কর্তাল, শঙ্খ হাতে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়। এতে সনাতন ধর্মালম্বী সব বয়সী নারী ও পুরুষ অংশ নেন।
জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেন শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মনোজ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার সাহা টুনটুন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিক মন্ডল, শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ শ্রী উজ্জ্বল গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা কমিটির সদস্য ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব আনন্দ কুমার গুপ্ত, শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সাংগাঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, উপজেলা ব্রাক্ষ্ণণ সংসদের সভাপতি শ্রী শিবায়ন চক্রবর্তী, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সহসভাপতি সহকারী অধ্যাপক শ্রী ধীরেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক শ্রী রতন চক্রবর্তী প্রমুখ।