একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসসহ ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ পিএম
একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসসহ ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রোববার (১৭ আগস্ট) ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকার ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ২টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৩টি প্রকল্পের। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন থাকবে ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত শিক্ষা মন্ত্রণালয়ের “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন” প্রকল্প। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের এ প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে থাকার পর একনেকে অনুমোদিত হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সম্প্রতি প্রতীকী গণঅনশন, মহাসড়ক ও রেলপথ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে ডিপিপি অনুমোদনের দাবি জানিয়ে আসছিলেন। তাদের আন্দোলনের মধ্যে এই অনুমোদন এলো, যা বিশ্ববিদ্যালয় পরিবারে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

শিক্ষা খাত ছাড়াও স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নেও একনেক সভায় গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন; আজিমপুর সরকারি কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ; রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প; বিদ্যুৎ খাতে আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প রয়েছে।

এ ছাড়া বান্দরবান পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন, “ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (তৃতীয় সংশোধিত)” এবং চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের প্রকল্প অনুমোদিত হয়েছে।

এটি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ও অন্তর্বর্তী সরকারের ১৩তম একনেক সভা। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ মন্ত্রিপরিষদ সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের আন্দোলনের পরপরই প্রকল্প অনুমোদিত হওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বস্তির হাওয়া বইছে। স্থানীয় শিক্ষার্থী ও নাগরিক সমাজ মনে করছে, স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়িত হলে এ অঞ্চলের উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং কর্মসংস্থান নতুন গতি পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে