আশাশুনিতে ইউসিসিএ নির্বাচনের তফশীল ঘোষণা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৬:৫২ পিএম
আশাশুনিতে ইউসিসিএ নির্বাচনের তফশীল ঘোষণা

আশাশুনি ইউসিসিএ লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। রবিবার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে কমিটির পক্ষ থেকে তফশীল ঘোষণা করা হয়। ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ মুর্শিদ আলম, ইউসিসিএ অন্তর্বতীকালী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম, কমিটির সদস্য মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সদস্য উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক পরিমল কুমার সরকার, সদস্য সহকারী পরিদর্শক সন্যাসী কুমার মন্ডল, সদস্য উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক আল কাফীর উপস্থিতিতে নির্বাচনী তফশীল অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটির সভাপতির হাতে তুলে দেওয়া হয়। তফশীল অনুযায়ী আগামী ২০ আগস্ট থেকে মনোনয়ন পত্র বিতরণ, ২৫ আগস্ট মনোনয়ন দাখিল, ২৬ আগস্ট বাছাই, ২৭ ও ২৮ আগস্ট আপীল আবেদন, ৮ সেপ্টেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৯ আগস্ট প্রার্থীতা প্রত্যাহার, ২৩ সেপ্টেম্বর ভোট গ্রহন করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে