মুলাদীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন মোল্লা। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের টিম প্রধান মনির আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সরোয়ার ভুইয়া রুবেল, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, সদস্য সচিব কামরুল আহসান, যুগ্ন-আহবায়ক এইচ এম আলআমিন, মাইনুল ইসলাম রুবেল, সিনিয়র সদস্য আসাদুর রহমান রাজীব, সদস্য মেহেদী হাসান মৃদুল, আবু ইমরান, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি। মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবকদল আহবায়ক আফজাল হোসেন ও সচিব ইউনুস হাওলাদারের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ন-আহবায়ক নজরুল হাওলাদার, যুগ্ন-আহবায়ক সিহাব আহম্মেদ ইব্রাহীম, তারিকুল ইসলাম তারেক, লেলিন সরদার, কাজী শাহাবুউদ্দিন সাবু, জসিম উদ্দীন তালুকদার, অ্যাডভোকেট মুজাম্মেল, পৌরসভা স্বেচ্ছাসেবকদল যুগ্ন-আহবায়ক মিরাজ মুন্সি, সেন্টু হাওলাদার, রাকিব হাওলাদার, মারুফ হোসেন শাওন, রাসেল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলাম সিকদার, পৌরসভা ছাত্রদল আহবায়ক মো. সোহানুর রহমান সোহান হাওলাদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি মনির আলম চৌধুরী বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবকদল একটি সু-সংগঠিত ও আদর্শ সংগঠন। আগামি দিনে সম্পূর্ণ স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে মুলাদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হবে।