বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দীন সাথীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাসির উদ্দীনকে ডিবি পুলিশের একটি বিশেষ দল গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ) নাসিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সরাসরি তাঁর নাম উল্লেখ করা হয়েছে।
মাই টিভি পরিচালনা করে ভি. এম. ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে সম্প্রচারে রয়েছে এবং রাজধানীর হাতিরঝিলে এর প্রধান কার্যালয় অবস্থিত।
তবে পুলিশ নাসির উদ্দীনের গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানায়নি। মামলার তদন্তের অগ্রগতি ও পরবর্তী আইনি পদক্ষেপ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।