ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ঘোষণা: ভিপি পদে বিন ইয়ামিন, জিএস সাবিনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৪:২০ পিএম
ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ঘোষণা: ভিপি পদে বিন ইয়ামিন, জিএস সাবিনা

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে সংবাদ সম্মেলনে এই প্যানেলের ঘোষণা দেন বিন ইয়ামিন মোল্লা। তাদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘ডাকসু ফর চেঞ্জ এবং স্লোগান ‘ভোট ফর চেঞ্জ’।

ঘোষিত প্যানেলে সম্পাদক পদে আছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মোহাম্মদ শাকিল খান, সমাজসেবা সম্পাদক আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে মোহাম্মদ রজবসালার খান শাওন।

এছাড়া সদস্য পদে রয়েছেন জাপানিজ স্টাডিজ বিভাগের রাহাত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রেজোয়ান, মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।

একই দিন ইসলামী ছাত্রশিবিরও তাদের প্যানেল ঘোষণা করে। শিবিরের প্যানেলে ভিপি পদে আছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। সংগঠনটির নেতারা আরও জানায়, বিভিন্ন সম্পাদকীয় পদে তাদের প্রার্থীদের নামও চূড়ান্ত করা হয়েছে।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (৯ সেপ্টেম্বর)। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে রোববার (১১ আগস্ট)। মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ সোমবার (১৯ আগস্ট) এবং পরদিন মঙ্গলবার (২০ আগস্ট) মনোনয়নপত্র বাছাই শেষে বুধবার (২১ আগস্ট) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর রবিবার (২৫ আগস্ট) মনোনয়ন প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে এবং সোমবার (২৬ আগস্ট) প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতিবছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পর থেকে মাত্র আটবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

আপনার জেলার সংবাদ পড়তে