দিনাজপুরের হিলিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।