মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টমটম চালকের মৃত্যু

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৩:৫৮ পিএম
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টমটম চালকের মৃত্যু

টমটমের ব্যাটারি চার্জ দিতে গিয়ে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে   বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টমটম চালকের মৃত্যু হয়েছে।সোমবার (১৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।  নিহত টমটম চালকের নাম হারুনুর রশিদ তুষার (২২)। হারুন  ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান জানিয়েছেন, রাত সাড়ে ১১ টার  ন নিজের ব্যবহৃত টমটম গাড়ির ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুনের মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে