মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মদক্ষতা ভিত্তিক অনুদান প্রকল্প (পিবিজিএসআই) কর্তৃক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিদ্যালয়ের প্রধানশিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা চুন্নু সরদার, সরোয়ার কাজীসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।