জাতীয় নির্বাচনের বিকল্প নেই, দেশে ফিরেই জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:৩৬ পিএম
জাতীয় নির্বাচনের বিকল্প নেই, দেশে ফিরেই জানালেন মির্জা ফখরুল

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনও বিকল্প নেই।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাত দিনের চিকিৎসা শেষে তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নির্বাচন চায় এবং সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। এ সময় তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে বলেন, বিএনপি এ ধরনের ব্যবস্থার পক্ষে নয়।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মন্তব্য করেন, যে দল সংস্কার চাচ্ছে না, সেটি তাদের নিজস্ব বিষয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে সেটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশে ফিরেই মহাসচিবের এই বক্তব্যে আসন্ন রাজনৈতিক অঙ্গনের উত্তাপ আরও স্পষ্ট হলো।

আপনার জেলার সংবাদ পড়তে