‘জুলাই সনদে সই মানেই বিদ্যমান সংবিধান বাতিল’—হাফিজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ১০:০৩ পিএম
‘জুলাই সনদে সই মানেই বিদ্যমান সংবিধান বাতিল’—হাফিজ উদ্দিন আহমেদ

বাংলাদেশের বর্তমান সংবিধান নিয়ে বিতর্কিত আলোচনার প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপির কাছে পাঠানো জুলাই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান কার্যত পরিবর্তিত হয়ে যাবে। তার মতে, পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় নজির নেই।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর সব দেশেই সংবিধান সংশোধনের কাজ করেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু বাংলাদেশে কয়েকজন অনির্বাচিত ব্যক্তি—যাদের কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে এসেছেন—তাদের মাধ্যমে সংবিধান পরিবর্তনের চেষ্টা চলছে। অথচ এই দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে তাদের কোনো অবদান নেই, জুলাই-আগস্টের লড়াইয়েও তারা অংশ নেননি। তিনি প্রশ্ন তোলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান কেন ছুড়ে ফেলে দিতে হবে?

তিনি আরও বলেন, এই সংবিধান কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। বাহাত্তরের সংবিধানকে পরবর্তী সময়ে ক্ষমতায় আসা সরকারগুলো সংশোধন করেছে এবং এখনো সংশোধনের পথ খোলা আছে। তবে জাতীয় সংসদ ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। তাই অনির্বাচিত গোষ্ঠীর হাতে সংবিধান সংশোধনের উদ্যোগকে তিনি ‘অদ্ভুত ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান। শোক প্রস্তাব পাঠ করেন দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। এ সময় শহীদ ও গুম হওয়া পরিবারের তিনজন প্রতিনিধি বক্তব্য রাখেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিব আহসান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে