নির্বাচনী ব্যবস্থা পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ নজরুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৯ আগস্ট, ২০২৫, ১০:৪১ পিএম | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ১০:৪০ পিএম
নির্বাচনী ব্যবস্থা পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ নজরুল ইসলামের

সংস্কারের নামে গোটা নির্বাচনী ব্যবস্থা পাল্টানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নামে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। জনগণের ন্যূনতম ধারণা না থাকা একটি পদ্ধতি চাপিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা সম্ভব নয়।

মঙ্গলবার  (১৯ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম। তিনি বলেন, “আপনি কাকে ভোট দেবেন আর কে জিতবে, জনগণ কিছুই জানবে না। এতে জনগণের নির্দিষ্ট কোনো প্রতিনিধি থাকবেই না। জনগণকে আঁধারে রেখে প্রতিনিধি নির্বাচন করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।”

বিএনপির পক্ষ থেকে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান আরও বলেন, “এই ৩১ দফাই দেশের সবচেয়ে বড় সংস্কার। এগুলো বাস্তবায়ন করা গেলে নতুন করে আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না।”

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির স্বেচ্ছাসেবক দলের সূচনার কথা স্মরণ করেন। ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর প্রথম আহ্বায়ক কমিটির নেতৃত্ব দেন সাংবাদিক কাজী সিরাজ। পরে ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। বর্তমানে এস এম জিলানী সভাপতি এবং রাজিব আহসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নজরুল ইসলাম তার বক্তব্যে সবাইকে সতর্ক করে বলেন, সংস্কারের নামে ষড়যন্ত্রের এই চেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন থাকতে হবে। তিনি দাবি করেন, জনগণের ম্যান্ডেটকে বিকৃত করার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে