ইব্রাহিমোভিচের সই করা জার্সি পেয়ে আবেগে ভাসলেন বুমরাহ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০১:৪৯ পিএম
ইব্রাহিমোভিচের সই করা জার্সি পেয়ে আবেগে ভাসলেন বুমরাহ

ভারতের গতির প্রতীক জশপ্রিত বুমরাহ পেলেন জীবনের অন্যতম বিশেষ উপহার। ফুটবলের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ স্বাক্ষর করে দিয়েছেন এসি মিলানের বিখ্যাত ১১ নম্বর জার্সি। মঙ্গলবার (১৯ আগস্ট) বুমরাহ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই জার্সির ছবি শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

জার্সিটিতে ইব্রাহিমোভিচ লিখেছেন, *“To Jasprit! With all love and success”*। অর্থাৎ, *“জশপ্রিতের জন্য! অনেক ভালোবাসা এবং সাফল্যের সঙ্গে।”* বুমরাহ আবেগঘন ভাষায় লিখেছেন, “উহহু, ভাষায় বোঝানো যাবে না। দারুণ উচ্ছ্বসিত।” এই বিশেষ মুহূর্তটি সম্ভব করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশনকে।

শুধু একটি জার্সিই নয়, বুমরাহর কাছে এটি এক আবেগময় প্রতীক। তিনি দীর্ঘদিন ধরেই ইব্রাহিমোভিচের ভক্ত। ২০২৩ সালে ইব্রা অবসরের ঘোষণা দেওয়ার পর বুমরাহ লিখেছিলেন, “আমাকে সবসময় অনুপ্রাণিত করার জন্য এবং সিংহহৃদয়, হার না মানা মানসিকতা আবিষ্কার করতে সাহায্য করার জন্য ধন্যবাদ।”

ইব্রাহিমোভিচকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড ধরা হয়। আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলানের মতো ইউরোপের বড় ক্লাবগুলোয় খেলেছেন তিনি। ক্যারিয়ারে ৮৬৬ ম্যাচে করেছেন ৫৭৩ গোল। খেলোয়াড়ি জীবন শেষে তিনি এখন এসি মিলানের বোর্ড উপদেষ্টা এবং ক্লাবের মালিকপক্ষ *রেডবার্ড*-এর অপারেটিং পার্টনার হিসেবে কাজ করছেন।

অন্যদিকে, বুমরাহ চোট কাটিয়ে আবারও ফিরেছেন দারুণ ছন্দে। সম্প্রতি ইংল্যান্ডে তিন টেস্টে নিয়েছেন ১৪ উইকেট। ৩১ বছর বয়সী এই পেসার সর্বশেষ টি২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। তবে ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর ওয়ানডে ক্রিকেটে আর নামেননি। আসন্ন এশিয়া কাপে, যা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে, সেখানে তার খেলার সম্ভাবনা রয়েছে।