আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ আগামীদিনের একটি নির্বাচনের মুখামুখি হচ্ছেন। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বুধবার সকাল ১১ ঘটিকায় লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন। পরে এক বর্ণাঢ্য র্যালী করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবুল সারেং, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম. শুভ আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. মনির হোসেন আরিফ,
কুমারভোগ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।