সেনবাগে নানা আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবাষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা। এউপলক্ষে সকালে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকা থেকে নেতাকর্মীরা পোষ্টার,ব্যানার ও ফেষ্টুন নিয়ে ডোল বাদ্য সহকারে মিছিল নিয়ে জেলা পরিষদ সপার মার্কেটের সামনে জড়ো হয়। এরপর উপজেলা স্বেচ্ছাসেব দল আহবায়ক কামরুল হাসান তুহিনের সভাপতিত্বে শোভাযাত্রা পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবদুল হান্নান লিটন। এসময় উপস্থিত ছিলেন ,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়ন যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, সাবেক সেক্রেটারী শহিদ উল্লাহ, উপজেলা ছ্ত্রা দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, উপজেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, পৌরসভাস্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন সভাপতি সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রা শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।