মৎস্য পোনা উৎপাদন দেশসেরা স্বর্ণপদক পাওয়ায়

রাসেল সরদারকে আগৈলঝাড়ায় সংবর্ধনা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৩:২০ পিএম
রাসেল সরদারকে আগৈলঝাড়ায় সংবর্ধনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য অধিদপ্তর জাতীয় মৎস্য পদক ২০২৫ স্বর্ণপদক পায়ন আগৈলঝাড়ার যমুনা মৎস্য খামারের স্বত্বাধিকারী মো. রাসেল সরদার। তিনি মাছের গুণগতমানের পোনা উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক পেয়েছন।তিনি (রাসেল সরদার) হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বরিশাল-১ আসনের মনোনিত প্রার্থী ও বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আব্দুল গণি সরদারের ছেলে। 

মঙ্গলবার দিনব্যাপী গৌরনদী-আগৈলঝাড়ায় আনন্দ শোভাযাত্রা শেষে তার এই অবদারে জন্য আস্কর-বারপাইকা নূরানী হাফেজী মাদ্রাসা মাঠে আগৈলঝাড়া ও গৌরনদীবাসীর পক্ষে স্থানীয়রা সংবর্ধনা দিয়েছেন। এলাকার সমাজসেবক মোহাম্মাদ মর্তুজার রহমান মানিক’র সভাপতিত্বে সংবর্ধনা অনূষ্ঠানে বক্তব্য রাখেন, মৎস্য পোনা চাষে স্বর্নপদক পাওয়া মো. রাসেল সরদার। 

এসময় তার অনুভূতিব্যাক্ত করে বলেন, অমার এই কৃতিত্ব আমার একার না। এই কৃতিত্ব সমগ্র আগৈলঝাড়ারবাসীর। আমি সকাল কাছে দোয়া চাই। আমি আপনাদের মাটির ছেলে আমাকে আপনাদের খেদমত করার সুযোগদিবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বরিশাল-১ আসনের  আমাকে প্রার্থী মনোনিতকরেছে। আমি তো আপনাদেরে ছেলে, আপনাদের এলাকার প্রার্থী এটা আপনাদের গৌরব। এই এলাকার অনেকে অনেক দল করেন আমি জানি। দলমতের উর্ধেথেকে আমি আপনাদের ছেলে হিসেবে আমার পাসে থাকবেন।

এসয় অরো বক্তব্য রাখেন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকার, শিক্ষক মাওলানা কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র  আগৈলঝাড়া সেক্রেটারি মো.পারভেজ মিয়া, সহ-সভাপতি গোলাম মোহাম্মাদ হাওলাদার, বাগধা ইউনিয়ন সেক্রেটারি সোয়াইব আকন,  স্থানীয় তরিকুল ইসলাম রিপন শাহ ও ফিরোজ শাহসহ প্রমুখ। পরে দোয়া-মিলাদ পরিচালনা করেন বাগধা নেছারিয়া সামচুল উলুম মাদ্রাসার খতিব মুফতি মোহাম্মাদ মইনুল ইসলাম। উল্লেখ্য, ১৮ আগষ্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদানের জন্য আগৈলঝাড়ার রাসেল সরদার মেহেদীকে  প্রধান উপদেস্টা ড. মুহম্মদ ইউনুস স্বর্নপদক, অর্থও সনদপত্র প্রদানকরেন।