স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে

আগৈলঝাড়ায় বৃক্ষরোপন, পরিস্কার পরিছন্নতা ও শোভাযাত্রা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৫:০৪ পিএম
আগৈলঝাড়ায় বৃক্ষরোপন, পরিস্কার পরিছন্নতা ও শোভাযাত্রা

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার দুপুরে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সেচ্ছাসেবক দল আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্র, আলোচনা সভা, বৃক্ষরোপন ও পরিস্কার-পরিছন্নতা করেছেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান জুয়েল জানায়ন, দলীয় নেতা-কর্মীদের নিয়ে আগৈলঝাড়া থানা ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এবং   বিভিন্ন স্কুল মাঠে বৃক্ষরোপন করাহয়েছে। এছাড়াও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর ও আসপাসে পরিস্কার-পরিছন্নতা করে থাকেন। 

দলিয় সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামন থেকে বর্নাঢ্য শোভাযাত্র বের হয়ে উটজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.রাজ্জাক ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক কামরুল ইসলাম হাওলাদার, সার্জেন(অব:)কাজী সেলিম, মো.আবু সাইয়েদ, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিঠু সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সাব্বির আহাম্মেদসহ প্রমুখ।

 

আপনার জেলার সংবাদ পড়তে