হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩২টি শিক্ষা প্রতিষ্টানে ১ হাজার ৬শত শিক্ষার্থীর মধ্যে এস.এম.ফয়সল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্টানে সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি এবং সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকার তুলে দেন। অপরুপা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান, সায়হাম গ্রুপের পরিচালক আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, মনতলা শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, শাহজালাল সরকারি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ মোঃ আসাদুজ্জান, এড. নিজাম খাঁন, এড.আনিসুল আবদল শাহ লিটন, শিক্ষক আবিদুর রহমান,অভিভাবক ফরিদুর রহমান, ফরিদ মেম্বার, ছায়েদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের উর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক অবঃ ক্যাঃ লিয়াকত হোসেন। উল্লেখ্য উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩২টি শিক্ষা প্রতিষ্টানে ১ হাজার ৬শত শিক্ষার্থীর মধ্যে ৩২লক্ষ টাকা এস.এম.ফয়সল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।