ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে নিজেদের পরখ করে নিতে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এর অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে নারী লাল দলের মুখোমুখি হয় অনূর্ধ্ব-১৫ দল। তবে প্রত্যাশিত লড়াই দেখাতে ব্যর্থ হয় মেয়েরা, ৮৭ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের শুরুটা দারুণ ছিল নারী লাল দলের জন্য। মাত্র ২৮ রানের মধ্যেই প্রতিপক্ষের দুই ব্যাটারকে সাজঘরে ফেরায় তাদের বোলাররা। তবে এরপরই পাল্টে যায় খেলার চিত্র। আফজাল হোসেন ও ফাইয়াজের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় ছেলেরা। এই দুজন গড়েন ৫৭ রানের জুটি। শেষ দিকে অধিনায়ক বায়েজিদ বোস্তামি ৪৬ রানের কার্যকর ইনিংস খেললে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রানে থামে অনূর্ধ্ব-১৫ দলের ইনিংস। আফজাল করেন ৪৪ রান।
নারী লাল দলের হয়ে সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস সুমনা দুটি করে উইকেট নেন। মারুফা আক্তার নেন একটি উইকেট।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ আত্মবিশ্বাসী ছিল লাল দলের। ইশমা তানজিম ও শারমিন সুলতানার ওপেনিং জুটি এনে দেয় ৫০ রান। কিন্তু এরপর হঠাৎ করেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। মাত্র ১০ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফেরেন শূন্য রানে। একে একে সব ব্যাটার ব্যর্থ হলে ৩২.৪ ওভারে মাত্র ৯৪ রানেই অলআউট হয় নারী লাল দল।
অনূর্ধ্ব-১৫ দলের আলিমুল ইসলাম আদিব মাত্র ১২ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া আফম জাহিন ও আফ্রিদি তারিক নেন দুটি করে উইকেট।
নারী দলের এই প্রস্তুতি ম্যাচে বড় হারের ফলাফল তাদের সীমাবদ্ধতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তবে বিশ্বকাপের আগে এমন ম্যাচ থেকেই ঘাটতি চিহ্নিত করে সমাধানের সুযোগ খুঁজে নিতে চান কোচ ও টিম ম্যানেজমেন্ট।