পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী গ্রামের গৃহবধূ জাহানারার আত্মহত্যা ভিন্নখাতে নেওয়া এবং নিরীহ ব্যক্তিদের নামে হত্যা ও আত্মহত্যার প্ররোচনার মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় চাটমোহর বাইপাস সড়কের কাঠবাদাম তলা এলাকায় উথুলী গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধন চলাকালে মথুরাপুর ইউনিয়নের সাবেক মেম্বার মিরাজুল হক বলেন,আমার ভাইয়ের স্ত্রী জাহানারা খাতুন গত জুন মাসের ৫ তারিখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সেদিনই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এদিন জাহানারার স্বামী ফজলুর রহমান আমাকে ও আমার স্ত্রী-সন্তানসহ ৭ জনকে বিবাদী করে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরবর্তীতে জাহানারার ভাই মামুনুল হক পাবনার আদালতে আমাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। শুধু তাই নয়,ফজলুর রহমানকে ব্যবহার করে এলাকার একটি চক্র আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনও করেছেন। মিরাজুল হক দাবি করেন এসব অভিযোগ ও মামলা মিথ্যে। আমাদের হয়রানী করতেই এসব করা হচ্ছে। মূলত জাহানারা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্টেও তাই এসেছে।
মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা হয়রানীমূলক মামলা প্রত্যাহারসহ যারা এ রসাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।