রংপুরের তারাগঞ্জের বুড়িরহাটে মব সৃষ্টি করে গণপিটুনিতে নিহত রূপলালের পরিবারকে রংপুর -০২(তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের বিএনপি'র সংসদ সদস্য পদ-প্রার্থী এ্যাড.গোলাম রছুল বকুল আর্থিক সহায়তা প্রদান করেন। বুধবার (২০ আগস্ট) দুপুর ১.৩০ টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়ায় নিহতের বাড়িতে তার স্ত্রী মালতি রাণীর হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় এ্যাড.গোলাম রছুল বকুল বলেন- বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহতের পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জেলা বিএনপি'র সদস্য মতিয়ার রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী শাহীন,সদস্য আবুল বাশার, কাজী নুর-আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা মৃতের পরিবারকে গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৯ আগষ্ট শনিবার উপজেলার সয়ার ইউনিয়নের জিকরিয়া হাজীর বটতলা নামক স্থানে ভ্যানচোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কিছু উশৃংখল জনতা।