ফিংড়ী প্রাইমারীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৮:২৫ পিএম
ফিংড়ী প্রাইমারীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার ফিড়ী ইউনিয়নের ৯৪ নং ফিংড়ী  সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। 

স্থানীয় সূত্রে ও সরেজমিন গিয়ে জানাগেছে, ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা অদৃশ্য ক্ষমতার বলে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিজস্ব বা ব্যক্তিগত বিদ্যালয়ে পরিণত করেছেন। তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধীক অভিভাবক ও ছাত্রছাত্রীরা জানায়, প্রধান শিক্ষক গুলশান আরা স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিকট থেকে সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বিভিন্ন বাহানায় অবৈধ পন্থায় নগদ অর্থ হাতিয়ে নিচ্ছেন। যার মধ্যে স্কুল ঝাড়ু বা পরিষ্কারের জন্য মাথাপিছু ১০ টাকা, ফ্যান ক্রয় করার জন্য ১০০ টাকা, পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, অনলাইন টিকা নিবন্ধনের জন্য ২০ টাকা, স্কুলের রাস্তা নির্মাণ করতে ১০০ টাকা, কোচিং ফি ৩০০ টাকা সহ উপহার ও ক্রেস্ট তৈরি করতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক।কোমলমতি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের কাছে স্কুলের ফি দেওয়ার জন্য প্রতিনিয়ত টাকা চেয়ে থাকে বলে অভিযোগ করেন অভিভাবকবৃন্দ। 

স্কুলের স্লিপ ফান্ডের টাকা বরাদ্দ থাকলেও সেগুলো উত্তোলন করে নিজেই আত্মসাৎ করে শিক্ষার্থীদের নিকট থেকে অবৈধভাবে টাকা আদায় করেন প্রধান শিক্ষক গুলশান আরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক গুলশান আরা কোচিং ফি ৩০০ টাকা, রাস্তা নির্মাণ করতে ১০০ টাকা, পরীক্ষার ফি ৫০ টাকা হারে আদায় করার কথা স্বীকার করলেও অন্যান্য অভিযোগের কথা এড়িয়ে যান। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

সদর উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অবৈতনিক। এখানে কোন ছাত্রছাত্রীকে কোন টাকা দিতে হয়না। তবে কেউ ব্যক্তিগতভাবে এককালীন দান করতে চাইলে করতে পারেন। অভিযোগগুলো তদন্ত করে দেখব বলে তিনি জানান।