কচুয়া উপজেলা পাবলিক লাইব্রেরীপরিদর্শন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ আলী হাসান। এ সময়ে পাবলিক লাইব্রেরি সাথে জড়িত কর্মকর্তা, পাঠক, লেখক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এদিন লাইব্রেরীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
২০ আগষ্ট সকাল ১১ টায় পাবলিক লাইব্রেরীর হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা দেওয়ার আগে স্বাগত জানান লাইব্রেরীর সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সাংবাদিক সমীর বরণ পাইক।
পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সমীর বরণ পাইক এর সঞ্চালনায় কচুয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক এডভোকেট শিকদার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এসএম নাজমুল হুদা মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায়,সাবেক সহকারী অধ্যাপক নন্দ কিশোর সাহা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, সিনিয়র সাংবাদিক এস ওয়াজেদ আলী,মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম,কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ,মাওলানা মোশারেফ হোসেন,উপজেলা শিশু নিকেতনের প্রধান শিক্ষক অনিমেষ হালদার, সাংবাদিক খান সুমন সহ পাঠক, লেখকবৃন্দ।