বুধবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্ট ফান্ডের সহযোগীতায় এনএসএস’র উদ্যোগে সিআরসিপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন।
এনএসএস’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ আনোয়ার হোসেন আকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক হায়াতুজ্জামান মিরজি ও এম সাইদ খোকন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, সিপিপির সাবেক টিম লিডার ইউপি সদস্য আব্দুল ওহাব মুন্সী ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক জাকির হোসেন ও প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন এম পাওয়ার প্রকল্পের সমন্বয়কারী তাজমেরী জাহান লিখন।
সভায় সিপিপি টিম লিডার, জনপ্রতিনিধি, শিক্ষক ও ইয়ুথ ভলান্টিয়ারসহ ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।