বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল বারি নয়নকে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ছাত্রলীগ নেতা ফয়সাল বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট দিবাগত রাত নয়টার দিকে নগরীর সদর রোডস্থ আবাসিক হোটেল সেডোনার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল বারি নয়ন নগরীর কাটপট্টি রোড এলাকার বাসিন্দা আব্দুল বারির ছেলে।