বাগেরহাটের মোরেলগঞ্জে ২১আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার বেলা ১০ টায় মোরেলগঞ্জ কিন্ডার গার্টেন মাধ্যমিক বিদ্যালয়ে সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানে" নারী শান্তি সহায়কদের প্লাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
পিএফিজ সদস্য শেফালী আক্তার রাখির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিএফজি সদস্য বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির,পিএফজির কো-অর্ডিনেটর পৌর এনপির সিনিয়র নেতা ফারুক হোসেন সামাদ,পিএফজির আ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা এম কে আজিজ, পিএফজি সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মাসুদ রেজা,স্থানীয় নারী উদ্যক্তা সহ ইয়ুথ পিস আ্যাম্বাসেডর গ্রুপের নারী সদস্যরা।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মুক্তা খানম মাহমুদা-কে সমন্বয়ক ও শেফালী আক্তার রাখি-কে সহ-সমন্বয়ক করে ২২ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়কদের প্লাটফর্ম গঠন করা হয়।অনুষ্ঠিত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।