সুন্দরবনে বন বিভাগের অভিযানে ২ হরিণ শিকারী আটক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৪:৫২ পিএম
সুন্দরবনে বন বিভাগের অভিযানে ২ হরিণ শিকারী আটক

পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকারের সময় ২ জন চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তাদের নিকট থেকে বেরিয়ে হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় । তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত আরও ১ জন শিকারী তাদের ট্রলার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।  জানা গেছে,  গত মঙ্গলবার সকালে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বন বিভাগ জানায়, বনরক্ষীরা কচিখালীর ডিমেরচর এলাকার সুন্দরবনের মধ্যে হেটে টহলের সময় বনের মধ্যে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে তিন শিকারীকে বসে থাকতে দেখতে পায়। বনরক্ষীরা তাদের ধাওয়া দিয়ে দুইজন শিকারীকে আটক করতে সক্ষম হয় । এ সময় বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে পেতে রাখা বিপুল পরিমাণ নাইলনের তৈরী হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে। আটককৃত  চোরা শিকারীরা হলেন  আলামিন গাজী (৪০) ও শাহিন গাজী (৩০)।  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণ শিকারীদের আদালতে মাধ্যমে জেল। হাজতে প্রেরন করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে