বাণিজ্য মেলার নামে লটারী

পার্বতীপুরে লটারীর বিভিন্ন উপকরণসহ ৯ অটোরিক্সা জব্দ

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৭:০৪ পিএম
পার্বতীপুরে লটারীর বিভিন্ন উপকরণসহ ৯ অটোরিক্সা জব্দ

অনুমোদনহীন ও বেআইনি লটারীর প্রচার ও কুপন বিক্রির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে ৯টি অটোরিক্সা আটক এবং লটারীর কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করেছে পার্বতীপুর উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর দেড়টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্তর থেকে লটারীর প্রচারনা কাজে এসব অটো, লটারীর কুপন ফেলার পাত্র (ড্রাম) ও বিপুল পরিমান টিকিট জব্দ করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন। 

এসময় পার্বতীপুর মডেল থানার একজন সহকারি দারগার নেতৃত্বে এ অভিযান পরিচালনায় তাকেঁ সহযোগিতা করেন। পরে, অটো চালকরা ভূল স্বীকার করলে তাদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। সাম্প্রতিক কালে পাশ্ববর্তী সৈয়দপুরে দীর্ঘদিন ধরে লটারী চলাকালে পার্বতীপুর-সৈয়দপুর এলাকার অসংখ্য মানুষ নি:শ্ব ও সর্বশান্ত হয়েছেন। সৈয়দপুর লটারী বন্ধের কয়েকদিনের মাথায় পার্বতীপুর-বদরগঞ্জ আঞ্চলিক সড়কে হাসিনা নগরে ‘পার্বতীপুরের খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা’র আড়ালে একই ধরনের লটারী গত ১৮ আগষ্ট চালু হওয়ায় পার্বতীপুরে সাধারন মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন বলেন, আজকের পর থেকে পার্বতীপুর এলাকায় লটারীর কোন গাড়ী ঢুকবে না বলে প্রতিশ্রুতি দেয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে