ঢেড়াপাটিয়ায় বিনোদন মেলার নামে শিক্ষার পরিবেশ নষ্ট করা হতে বিরত রাখার আবেদন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৭:১৫ পিএম
ঢেড়াপাটিয়ায় বিনোদন মেলার নামে শিক্ষার পরিবেশ নষ্ট করা হতে বিরত রাখার আবেদন

বিরলের ঢেড়াপাটিয়ায় বিনোদন মেলার নামে শিক্ষার পরিবেশ নষ্ট করা হতে বিরত রাখার আবেদন জানিয়েছে সচেতন এলাকাবাসী। আবেদনকারীগণ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত আবেদনে জানান, আমরা আপনার উপজেলাধীন ৩ নং ধামইর ইউনিয়নের সচেতন বাসিন্দাগণ স্খানীয় ঢেরাপাটিয়া বাজারে বিনোদন মেলার নামে শিক্ষার পরিবেশ নষ্ট করে পরীক্ষার্থীদের মনযোগ বিঘ্ন করার ষড়যন্ত্র ও মেলার আয়োজন দেখতে পেয়ে হতবিহম্ব হয়ে পড়েছি। আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ হতে কোমলমতি পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা চলাকালীন বিনোদন ও মেলা অনুষ্ঠান হলে এলাকায় শিক্ষার পরিবেশ যথেষ্ট নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বিনোদন ও মেলায় অংশগ্রহণের লক্ষ্যে পড়ালেখায় মনযোগ কমিয়ে দেয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাছাড়াও ১০০ গজের মধ্যে ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, হোলি স্পিরিট কিন্ডার গার্টেন স্কুল, আনন্দ মার্গ কেজি স্কুল, ২০০গজের মধ্যে ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয়, ধুকুরঝাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেরাপাটিয়া দাখিল মাদ্রাসা, ৫০০ গজের মধ্যে ধুকুরঝাড়ী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। তাই ঢেরাপাটিয়া বাজার কিংবা এর আশপাশে কোন রকমের বিনোদন ও মেলা অনুষ্ঠানের অনুমোদন প্রদান না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

সরজমিনে বৃহষ্পতিবার বিকালে ঢেড়াপাটিয়ায় গিয়ে দেখা যায় এখনও চলছে স্টোল নির্মাণের প্রস্তুতি। বিনোদনের জন্য একটি ট্রেনসহ বিভিন্ন সরঞ্জামাদি প্রস্তুত করা হচ্ছে। কেউ আবার খেলনার দোকানে বিভিন্নরকমের খেলনা বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন শীঘ্রই পদক্ষেপ নিবেন আশা সচেতনমহলের।

আপনার জেলার সংবাদ পড়তে