গণতন্ত্রের পথে অগ্রযাত্রা সহজ নয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু ভোট হলে বিএনপির বিজয় অবধারিত। তাই বিএনপিকে ঠেকাতে নানা মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে আহ্বান জানিয়েছেন— বিএনপির বিজয় রুখতে শর্তের বেড়াজাল না টেনে রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করতে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যেও তিনি বক্তব্য রাখেন।
তারেক রহমান বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নানা পক্ষের নিত্যনতুন শর্ত ও প্রস্তাব জনগণের মনে প্রশ্ন জাগাচ্ছে। এ সুযোগে ‘পলাতক স্বৈরাচার’ ষড়যন্ত্রে মেতে উঠেছে এবং কিছু মহল বিএনপিকে ঠেকানোর রাজনীতি করছে।
নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে পিআর (Proportional Representation) পদ্ধতি উপযুক্ত নয়। এ পদ্ধতিতে ভিন্ন মত থাকা রাজনৈতিক সৌন্দর্যের অংশ হলেও সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।
তিনি সতর্ক করে বলেন, নির্বাচন ঘিরে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা দিচ্ছে। বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত নয় যাতে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ নিতে পারে।
ধর্মীয় বিভাজনের রাজনীতি রুখতে সবার প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যেন রাজনীতি করতে না পারে। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থনও প্রত্যাশা করেন।