“শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না”— নির্বাচনী অবস্থান জানাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৮:৩৬ পিএম
“শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না”— নির্বাচনী অবস্থান জানাল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না, তা নির্ভর করছে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ওপর। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন— দাবি ও শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই, এমনকি ডিসেম্বরে হলেও আপত্তি নেই। কিন্তু আমাদের দেওয়া শর্তগুলো নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড এখনো দৃশ্যমান নয়, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে।

তিনি আরও বলেন, জনগণ চাইলে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটগ্রহণ করতে হবে। এই পদ্ধতি দেশের জন্য কল্যাণকর হবে এবং ভোটারদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে। সন্ত্রাস ও অনিয়ম রোধেও এ ব্যবস্থা সহায়ক হবে। এজন্য জামায়াত জনমত গঠনের কাজ চালিয়ে যাবে।

পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোত্তম ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক পদ্ধতি। তবে জনগণের মতামতই হবে শেষ সিদ্ধান্ত।

আসন বণ্টন প্রসঙ্গে তিনি জানান, জামায়াত সব নির্বাচনে অংশ নিয়েছে এবং পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছে। এবারও তারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে আগে শর্ত পূরণ করেই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

হামিদুর রহমান আযাদ স্পষ্ট করে বলেন, “আমাদের দেওয়া দাবি ও শর্তগুলো নিশ্চিত করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। নইলে নির্বাচন হবে না।”

আপনার জেলার সংবাদ পড়তে