চিরিরবন্দরে টাইফয়েড রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৮:৫৬ পিএম
চিরিরবন্দরে টাইফয়েড রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা

চিরিরবন্দরে টাইফয়েড রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল ইফরানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, ঈমাম, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, পুরোহিতগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে