জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) ভোটের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কমিশনের চার সদস্য এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া বৈঠক চলে বিকেল পর্যন্ত। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। যেহেতু আলোচনার বিষয়বস্তু অনেক বিস্তৃত, তাই একদিনেই তা শেষ করা সম্ভব নয়। এ কারণে রোববার বা সোমবারের মধ্যে কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তার ভাষায়, “আমরা আশা করছি রোববারই রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করা সম্ভব হবে।”
সানাউল্লাহ আরও বলেন, কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনকে জানানো হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ প্রকাশ করা হবে।