সংস্কার ও নির্বাচনের ইস্যুতে আলোচনায় বিএনপি-আইআরআই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ১০:০০ পিএম
সংস্কার ও নির্বাচনের ইস্যুতে আলোচনায় বিএনপি-আইআরআই

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা করেছে বিএনপি ও যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে উভয়পক্ষ নানা দিক তুলে ধরে।

বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তাঁর সঙ্গে ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। অন্যদিকে আইআরআইয়ের প্রতিনিধি দলে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং সম্ভাব্য সংস্কার কার্যক্রম আলোচনার মূল বিষয় ছিল। ড. মঈন খান বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কী ধরনের সংস্কার প্রয়োজন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কী—তা প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, “আইআরআই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে। এর অংশ হিসেবেই আমাদের সঙ্গে বৈঠক হয়েছে।”

উল্লেখ্য, আইআরআই প্রতিনিধি দল এরই মধ্যে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছে। ১৯ আগস্ট দলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাদের নেতাদের সঙ্গে বৈঠক করে।

আপনার জেলার সংবাদ পড়তে