বাগেরহাটের সুন্দরবন সংলগন্ এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ মো: হাসান (৩৪) নামের এক শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার ভোরে জেলার মোংলা উপজেলার সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই শিকারিকে আটক করা হয়। আটক মো: হাসান মোংলা উপজেলার জয়মনি গ্রামের নজরুল গাজীর ছেলে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।