বাঘায় পদ্মার একদিকে পানি কমছে, অন্যদিকে ভাঙছে পাড়

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৪:৫৮ পিএম
বাঘায় পদ্মার একদিকে পানি কমছে, অন্যদিকে ভাঙছে পাড়

রাজশাহীর বাঘায় পদ্মার একদিকে পানি কমছে, অন্যদিকে ভাঙছে পাড়। এতে পদ্মার চরের মানুষ রয়েছে ঝুঁকিতে। বন্যার পানিতে রাস্তাাঘাট ভেঙে চলাচলে সমস্যায় পড়েছেন চরের মানুষ। 

জানা গেছে, পদ্মার পানি বৃদ্ধির কারণে পদ্মার মধ্যে প্রতিটি বাড়ি উঠান দিয়ে পানি প্রবাহিত হয়। এতে সপ্তাহখানে চরের মানুষ চরম দূর্ভোগের মধ্যে দিন পার করতে হয়। ১৫টি চরের মানুষ পানিবন্দি হয়ে যায়। তিন/চারদিন থেকে পানি কমতে শুরু করেছে। কিন্তু দূর্ভোগ কমেনি। এ দিকে একদিকে পানি কমছে, অন্যদিকে পদ্মার পাড় ভাঙছে। এতে চরের মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। 

চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আতারপাড়া চরের সোলেমান হোসেন বলেন, পানি কমলেও দুর্ভোগ কমেনি। কোন কোন স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। 

৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী চরের সাবেক মেম্বার শহিদুল ইসলাম বলেন, বন্যা আর ভাঙনে মধ্য দিয়ে চরের মানুষ বসবাস করে। এবারের বন্যায় যে পরিমান ক্ষতি হয়েছে, তার ৫ ভাগও সহযোগিতা দিলে চরের মানুষ অনেক উপকার হতো। কিন্তু কিছুই দেওয়া হয় না। তবে পানি একদিকে কমছে, অন্যদিকে পদ্মার পাড় ভাঙছে।  

চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আতারপাড়া চরের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রহমান বলেন, এ ওয়ার্ডে ২২৩টি পরিবার রয়েছে। সরকারিভাবে ১৩০ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বাঁকিরা প্রতিদিন আমার কাছে এসে সহায়তা যাচ্ছে, আমি দিতে পারছিনা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে তিনি বাদ পড়াদের সহায়তা দেওয়ার আস্বস্থ্য করেছেন। দুই/এক দিনের মধ্যে দিবেন বলেও তিনি জানিয়েছেন। কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, দুই শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, চৌমাদিয়া, আতারপাড়া ও দিয়ারকাদিপুর চরে সরকারিভাবে ২২০ পরিবারকে চাল ও খানপুর গুচ্ছগ্রামের ৭৬ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। বাদপড়াদেও সহায়তা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে