ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প তিন সমাপনী অনুষ্ঠান ও মডেল স্কেল-আপ প্রস্তাবনা গতকাল (২২আগস্ট) শুক্রবার বাবুরহাট মডেল টাউনস্থ ড্যাফোডিল কলেজ শাখার ইউনুস এডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড ডঃ মুহাম্মদ আব্দুল মজিদ। তিনি তাঁর বক্তব্য বলেন ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
তিনি আরো বলেন , সুদ মুক্ত ঋণ দিয়ে জীবিকা নির্বাহের জন্য ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খান যে কাজ করে যাচ্ছেন তা সত্যি বাংলাদেশের জন্য বিরল। তিনি বলেন আমাদের পরবর্তী জেনারেশন যেন ভালো চিকিৎসা ও ভালো শিক্ষা নিয়ে বড় হতে পারে সেই লক্ষ্যে আরও বেশি কাজ করতে হবে । ডক্টর মোহাম্মদ আবদুল মজিদ বলেন সরকারকে বলছি বিশ্ব ব্যাংক থেকে ঋণ না নিয়ে নিজস্ব উদ্যোগে শিক্ষক স্বাস্থ্য খাতে কাজ করার জন্য, তাহলে আর ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্ত থাকবে বাংলাদেশ।
ডক্টর সবুর খান তাঁর বক্তব্যে বলেন, ধৈর্য ধরে পাঁচ বছর পর আপনাদের টাকা আপনাদের ফিরিয়ে দিতে পেরে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই বলে যে একেবারে সুদ মুক্ত ঋণ দিয়ে দারিদ্রতা থেকে স্বাবলম্বী করার চেষ্টা করছি । তিনি আরো বলেন নতুন করে আরো ৫০০ জন বা ১০০০ জন হতদরিদ্র পরিবারকে জীবিকা প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করবো।তিনি বলেন কখনোই মনে হিংসা আনা যাবে না বরং একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ। চাঁদপুরের গণমাধ্যম ব্যক্তিত্ব শরীফ চৌধুরী, আলম পলাশ, মির্জা জাকির, হাসান মিজি,মনোয়ার কানন ও বাবু সহ সাংবাদিকবৃন্দ।
এ সময় ডঃ সবুর খান অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিদের কে নিয়ে জীবিকা প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের নিজস্ব তৈরি সামগ্রী ঘুরে ঘুরে দেখেন এবং তিনি এই থেকে কিছু ক্রয় করিও নেন।
জীবিকা প্রকল্প -৩ সমাপনী অনুষ্ঠানে উপকারভুগি পক্ষ থেকে বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী মোঃ সিদ্দিকুর রহমান মাল সহ বেশ কয়েক জন। তাহারা ডঃ সবুর খানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। উক্ত অনুষ্ঠানে জীবিকা প্রকল্প -৩ সমাপনী অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।