কয়রায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম । শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের চাঁদআলী বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন ।পদত্যাগকারী নেতা হলেন বাগালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম গাজী। তিনি ঐ ইউনিয়নের ষোলহালিয়া গ্রামের মৃত শওকত আলী গাজীর পুত্র। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম গাজী জানান, দীর্ঘ দিন ধরে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি ভবিষ্যতে কোন রাজনীতির সঙ্গে জড়িত থাকবেন না বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিক গাজী, মাষ্টার রবিউল ইসলাম, মোঃ বিলাল হোসেন, মোঃ সোহেল হোসেন, মফিজুল ইসলাম, মোঃ ইসহাক গাজী প সহ স্থানীয়দরা উপস্থিত ছিলেন।