গাবতলীত ডাকাতি

নাতিকে বেঁধে নানীকে খুন, ‎স্বর্ণালঙ্কার ও টাকা লুট

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৮:০৫ পিএম
নাতিকে বেঁধে নানীকে খুন, ‎স্বর্ণালঙ্কার ও টাকা লুট

‎বগুড়ার গাবতলীতে ডাকাতির ঘটনা  ঘটেছে। নারীকে বেঁধে নানী রাজিয়া বেগম (৭০) কে শ্বাসরোধ হত্যা ও নগদ টাকা, স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০ টায়  উপজেলার থানা সদর থেকে ১০ কিলোমিটার দূরে নিজ দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম ওই গ্রামের মৃত আব্দুর রহমান প্রামানিকের স্ত্রী বলে জানাগেছে।

‎এলাকাবাসী জানান, নাতি কাফি (১০) কে নিয়ে বাড়িতে বসবাস করতেন নানী রাজিয়া বেগম। ঘটনার রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এমন সময় ৬/৭ জনের একদল ডাকাত  বাড়িভাড়া নেওয়ার কথা বলে ভেতরে প্রবেশ করে।

এরপর তারা দড়ি দিয়ে রাজিয়া বেগম ও তার নাতি কাফির হাত-পা বেঁধে একটি কক্ষে  আটকে রাখে। ডাকাতদল ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ লাখ নগদ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন কাগজপত্র লুট করে। বৃদ্ধা রাজিয়া বেগম চিৎকার করলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লুণ্ঠিত মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

‎ সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে থানায় ফোন করে। গাবতলী মডেল থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রেজিয়া বেগমের লাশ ও আলামত হিসেবে দড়ি উদ্ধার করেছে।

এ ঘটনায় স্থানীয়দছর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি সহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। ‌সময়মত  ব্যবস্থা গ্রহণ না করায় এমন ঘটনা ঘটেছে। তারা পুলিশের প্রতি দ্রুত দোষীদের শ্মনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

‎গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, ডাকাতি ও হত্যার কোন আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মনে হয়েছে রেজিয়া বেগমের মৃত্যু স্বাভাবিক। এলাকায় গুঞ্জন রয়েছে তাকে হত্যা করা হয়েছে, এজন্য  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা দেয়া হয়নি। এ ঘ‌টনায় পুলিশ  একটি সাধারণ ডাইরী করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে