ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় সেরা অধিনায়কের নাম বলতে গিয়ে চমকে দিলেন সবাইকে। সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি কিংবা অনিল কুম্বলের মতো প্রভাবশালী অধিনায়কদের অধীনে দীর্ঘ ক্যারিয়ার কাটালেও ‘দ্য ওয়াল’ খ্যাত এই ব্যাটসম্যানের চোখে সেরা অধিনায়ক ভারতের প্রয়াত সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ভি বি চন্দ্রশেখর।
রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো ‘কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ’–এ এই নাম প্রকাশ করেন দ্রাবিড়। বিস্ময়ের বিষয়, ভি বি চন্দ্রশেখর কখনো ভারতের জাতীয় দলের অধিনায়কই হননি। তবে তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
দ্রাবিড় জানান, ক্যারিয়ারের শুরুর দিকে চন্দ্রশেখরের অধীনে খেলার অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। জেতার মানসিকতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন,
“আমি সত্যিই ভি বি চন্দ্রশেখরের নেতৃত্বে খেলা খুব উপভোগ করেছি। আমার ক্যারিয়ারের শুরুতে তামিলনাড়ুর হয়ে তার নেতৃত্বে লিগ ক্রিকেট খেলার সময় অনেক কিছু শিখেছি। জেতার মানসিকতা, প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব—এসবই তার কাছ থেকে পাওয়া।”
তথ্য অনুযায়ী, ভি বি চন্দ্রশেখর তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮১ ম্যাচে ৪৩.০৯ গড়ে করেছেন ৪ হাজার ৯৯৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটে তার উপস্থিতি সীমিত ছিল সাতটি ওয়ানডে ম্যাচে, যেখানে ১৯৮৮ থেকে ১৯৯০ সালের মধ্যে করেছেন ৮৮ রান।
রাহুল দ্রাবিড়ের এই মন্তব্যে স্পষ্ট হয়, সেরা অধিনায়ক শুধু বড় মঞ্চের অধিনায়কত্ব নয়, বরং সতীর্থদের মধ্যে বিশ্বাস, প্রেরণা ও মানসিক দৃঢ়তা জাগাতে সক্ষম এমন নেতৃত্বও হতে পারে।