ওয়েস্ট হ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ১১:২৪ এএম
ওয়েস্ট হ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত জয়ে আলোচনায় ফিরল চেলসি। লন্ডন স্টেডিয়ামে শুক্রবার (২২ আগস্ট) ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫–১ গোলে বিধ্বস্ত করে টড বোয়েলির মালিকানাধীন ক্লাবটি চার বছর পর প্রথমবারের মতো লিগ টেবিলের শীর্ষে উঠল।

শুরুর দিকে অবশ্য আঘাত হানে স্বাগতিকরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান লুকাস পাকেতার দূরপাল্লার দুর্দান্ত শটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র নয় মিনিট পর কর্নার থেকে মার্ক কুকুরেলার হেড ছুঁয়ে বল পেয়ে হুয়াও পেদ্রো হেডে গোল করেন। এটি ছিল তার নতুন ক্লাবের হয়ে প্রথম প্রিমিয়ার লিগ গোল।

সমতায় ফিরেই খেলার নিয়ন্ত্রণ নেয় চেলসি। ২৩ মিনিটে পাকেতার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ সাজান চালোবাহ, যার ক্রসে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে পেদ্রো নেটো ভলিতে জালে জড়ান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান বাড়ায় অতিথিরা। মাত্র ১৮ বছর বয়সী নবাগত ব্রাজিলিয়ান এস্তেভাওয়ের দৌড় ও নিখুঁত পাস থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ খালি পোস্টে বল পাঠান।

দ্বিতীয়ার্ধেও ওয়েস্ট হ্যামের রক্ষণ ভেঙে পড়ে বারবার। ৫৪ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক হারমানসেনের ভুলে কর্নার থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন ময়েসেস কাইসেডো। কিছুক্ষণ পর আরেকটি কর্নার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন ট্রেভোহ চালোবাহ।

শেষদিকে মাঠে নামেন ক্ষুব্ধ ওয়েস্ট হ্যাম সমর্থকেরা। টানা দুই হারে দল নেমে গেছে লিগ টেবিলের একেবারে তলানিতে। বিপরীতে চেলসির জন্য এটি ছিল ঐতিহাসিক জয়। ২০২১ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগের শীর্ষে উঠল দলটি। যদিও মৌসুম এখনও দীর্ঘ, তবে নতুন মৌসুমের শুরুতেই প্রতীকী এক বার্তা দিয়েছে ব্লুজরা।